বিশ্ব ইজতেমায় তিনজনের মৃত্যু
প্রকাশিতঃ ০৮ জানুয়ারি, ২০১৬
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তুরাগতীরে বিশ্ব ইজতেমা শুরু
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার রাতে ওই তিনজনের মৃত্যু হয়।
এরা হলেন- কুড়িগ্রামের চকলারপাড় গ্রামের নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম (৭২), সিলেটের গোপালগঞ্জের রনকেলী এলাকার জয়নাল আবেদীন (৫৫) ও নাটোরের গোটিয়া এলাকার ফরিদ উদ্দিন কবিরাজ (৭২)।
ইজতেমাস্থালেই তাদের জানাজা হয়েছে। এরইমধ্যে তিনজনের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
ইজতেমায় থাকা চিকিৎসকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা সোনার বাংলা ৭১. ডটকমকে বলেন, “ফরিদ উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হন, পরে রাত পৌণে ১১টার দিকে নুরুল ইসলাম এবং মধ্যরাত ১টার দিকে জয়নালের মৃত্যু হয়।”
তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পরপরই বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে যোগে দিতে বৃহস্পতিবার সকাল থেকে দেশ ও দেশের বাইরে থেকে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমান। ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।