মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নরসিংদী সদর উপজেলায় ৬০০ বোতল ফেনসিডিল ও এক মণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রকাশিতঃ ০৮ জানুয়ারি, ২০১৬  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন।

আটককৃতরা হলেন জুয়েল মিয়া (৩০) ও আকাশ মিয়া (১৯)।

ওসি দেলোয়ার সোনার বাংলা ৭১. ডটকমকে বলেন, দুপুরে জুয়েল ও আকাশ ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং এক মণ গাঁজা পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

“গোপন খবর পেয়ে শাহেপ্রতাপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং পিকআপের নিচে বানানো বাক্সের ভেতর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।”

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।