মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক খুন

প্রকাশিতঃ ০৭ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছুরিকাঘাত করে ছমিরউদ্দিন খাজা(৮০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে এ ঘটনা ঘটে। ছমিরউদ্দিন গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান সোনার বাংলা ৭১.কম জানান, ছমিরউদ্দিন বেলেখাল বাজারে তার হোমিওপ্যাথি ওষুধের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যান। পরে বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।