মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ভটভটির চাপায় যুবক নিহত

প্রকাশিতঃ ০৭ জানুয়ারি, ২০১৬  

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরের বড়পুল এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটি চাপায় আলম মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম জেলার ভৈরব উপজেলার বাসিন্দা।

কিশোরগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সোনার বাংলা৭১ডটকমকে জানান, নিহত যুবক অটোরিকশা থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা গাছ বহনকারী একটি ভটভটি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।