মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেরপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬  

শেরপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা

শেরপুরের নকলায় জমি নিয়ে বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

শনিবার উপজেলার হাসানখিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নকলা থানার ওসি গোলাম হায়দার।

নিহত আব্দুল আজিজ (৪২) ওই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

ওসি বলেন, বাড়ির পাশের একটি জমি নিয়ে আব্দুল আজিজের সঙ্গে শ্যালক ফরিদ মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে ফরিদ ওই জমিতে ধানের চারা রোপন করতে গেলে আজিজ বাধা দেন।

“এ নিয়ে বাকবিণ্ডার এক পর্যায়ে ফরিদ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আজিজকে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”