ত্রিশালে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬
ত্রিশালে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশাল বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক।
নিহত মো. পারভেজের (২৮) বিস্তারিত পরিচয় জানা না গেলেও তিনি স্থানীয় যুবলীগকর্মী বলে জানান এসপি।
এসপি মঈনুল হক বলেন, রাত ১০টার দিকে ত্রিশাল বাজারে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলে পারভেজের মৃত্যু হয়।
তবে কারা এ হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।