মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালপুরে আমন চাল সংগ্রহ শুরু

প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬  

সরকারিভাবে চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় জামালপুরে চলতি মৌসুমে সাত হাজার ৪৫৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।

মঙ্গলবার শহরের সিংহজানী খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা। এই অনুষ্ঠানে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা জানান সাংসদ।

এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, চলতি মৌসুমে জেলায় সাত হাজার ৪৫৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ টাকা।

আগামী ১৫ মার্চ পর্যন্ত চুক্তিবদ্ধ চালকল মালিকরা এই চাল সরবরাহ করবেন বলেও জানান তিনি।

গেল বছরের ১২ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্জ্ঞিপ্তিতে জানানো হয়, চলতি আমন মৌসুমের জন্য অভ্যন্তরীণ বাজার থেকে ৩১ টাকা দরে মোট দুই লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চাল সংগ্রহ কার্যক্রম ১৫ ডিসেম্বর ২০১৫ থেকে ১৫ মার্চ ২০১৬ পর্যন্ত চলবে বলে ব্জ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়।