ঝালকাঠিতে কবুতর চুরির অভিযোগে শিশুনির্যাতন
প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬
ঝালকাঠি সদর উপজেলায় কবুতর চুরির অভিযোগে পঞ্চম শ্রেণির এক শিশুকে মারধর করা হয়েছে।
নির্যাতিত শাকিল হোসেন (১১) দক্ষিণ মানপাশা গ্রামের মনির হোসেনের ছেলে এবং মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সামান্য মারার কথা স্বীকার করে অভিযুক্ত সিরাজ খন্দকার সাংবাদিকদের বলেন, “শাকিল আমার ছয়টি কবুতর চুরি করেছে। এ জন্য আমি তাকে সামান্য মেরেছি।”
তবে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন শাকিল বলছে, “শনিবার দুপুরে আমাকে কবুতর চুরির মিথ্যে অভিযোগে সুপারি গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে। পরে চিৎকার শুনে লোকজন এসে আমাকে উদ্ধার করে।”
গাছের সাথে বেঁধে পেটানোর কথা অস্বীকার করেছেন সিরাজ খন্দকার।
হাসপাতালের চিকিৎসক রিফাত হোসেন বলেন, শাকিলের শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে পেটানোর আঘাত রয়েছে।
এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি জানিয়ে সদর থানার পরিদর্শক মাহে আলম বলেন, তিনি খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
আরও খবর জানতে ক্লিক করুন