লিবিয়ার তেল বন্দরে আইএসের হামলা
প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬
সোমবার বিবিসি জানিয়েছে, সিদরার বেসামরিক রক্ষীরা বন্দরটি রক্ষা করার চেষ্টা করছে। লড়াইয়ে দুই রক্ষী ও চার জঙ্গিসহ সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে।আইএসের হামলা প্রতিরোধ করার দাবি করা হলেও জঙ্গি এই গোষ্ঠীটি দাবি করছে, তারা তাদের প্রধান শক্তিকেন্দ্র সির্তে থেকে ৩০ কিলোমিটার পশ্চিমের বিন জাওয়াদ দখল করেছে। এই এলাকাটি সির্তে থেকে সিদরার পথে অবস্থিত। ডিসেম্বরে ফ্রান্স সতর্ক করে বলেছিল, আইএস লিবিয়ার তেলকূপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য স্থির করেছে। লিবিয়ায় প্রায় এক বছর ধরে তৎপরতা শুরু করেছে আইএস। ২০১৪ সালের অক্টোবরে গোষ্ঠীটি সিদরা দখল করার চেষ্টায় হামলা করলেও তা দখল করতে ব্যর্থ হয়।সোমবার আইএস যোদ্ধারা সিদরার প্রবেশ পথে তল্লাশি চৌকি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হামলা শুরু করে। তখনই ওই দুজন রক্ষী নিহত হন বলে জানা গেছে। লিবীয় সেনাবাহিনীর একজন কর্নেল জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার পর বন্দরের প্রবেশ পথে ১২টি গাড়ির একটি বহর থেকে হামলা শুরু করে জঙ্গিরা। লিবীয় সংবাদ ওয়েবসাইট লিবিয়া চ্যানেল জানিয়েছে, লড়াইয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই রক্ষী, চার আইএস সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। ২০১১ সালে সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।