মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মানবতাবিরোধী অপরাধ সরাইলের টাক্কাবালী গ্রেফতার

প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬  

মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের এমদাদুল হক ওরফে টাক্কাবালীকে গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই টাক্কাবালীকে তার ১০৬৬ নম্বর কাফরুলের বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চমন জানান, সকালে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাই। এর প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন।