মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬  

ময়মনসিংহের ভালুকায় একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে কুব্বাত হোসেন (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার পূর্বাশা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সুরুজ মিয়া (৩২) ও আজাহারুল ইসলাম (১৮)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় পূর্বাশা সিএনজি স্টেশন থেকে সুপ্তি গার্মেন্টেসের একটি ভ্যানে কয়েকটি গ্যাস সিলিন্ডার ওঠানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আর আহত দু’জনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।