ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে গাঁজা, হুইস্কি ও চোলাই মদ উদ্ধার
প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদক =ব্রাহ্মণাবড়িয়ার বিভিন্ন সীমান্তে দিনভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, ৩০ বোতল ভারতীয় হুইস্কি ও সাড়ে ৯ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সকাল ১০টায় জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর সীমান্ত এলাকায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
একই উপজেলা সিংগারবিল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অন্যদিকে বিকেলে আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনারবাংলা৭১ ডটকমকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।