মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিতঃ ০৬ জানুয়ারি, ২০১৬  

গাজীপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেশ কয়েকটি মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার কাউয়ারবাদ এলাকার গজারী বনের ভেতর এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই হারুনুর রশিদের দাবি।

নিহত মনির হোসেন (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের শালনা এলাকার কবির হোসনের ছেলে।

পুলিশ বলছে, এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই মোমিন মিয়া ও কনস্টেবল মোস্তাফিজুর রহমানও আহত হয়েছেন। তাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মনির হোসেন

নিহত মনির হোসেন
এসআই হারুন বলেন, রাত ১১টার দিকে মাদক উদ্ধারের জন্য সদর উপজেলার হালডোবা এলাকার গজারী বনের ভেতর অভিযান শুরু করে জয়দেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল।

“এক পর্যায়ে গজারী বনের ভেতর থেকে দুটি গুলি, পাঁচটি হাতবোমা ও ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মনিরকে আটক করে পুলিশ। তার সঙ্গে থাকা অন্তত পাঁচজন পালিয়ে যায়।

“রাত ১টার দিকে মনিরকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তার করতে কাউয়ারবাদ এলাকার গজারী বনের ভেতরে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এ সময় মনির গুলিব্দ্ধি হয়ে ঘটনাস্থলেই মারা যায়।”

মনিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে জয়দেবপুর থানায় ২৭টি মামলা রয়েছে বলে এসআই হারুনুর রশিদ জানান।