মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফিরলো স্বামী

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক =ঢাকার মিরপুর ১৪ নম্বরের একটি ভাড়া বাসা থেকে স্ত্রীর লাশ নিয়ে সোমবার গভীর রাতে মাদারীপুরের রাজৈরের নিজ বাড়িতে ফিরলো স্বামী। এই ঘটনায় নিহত গৃহবধূর পরিবার থেকে হত্যার অভিযোগ করেছে।

নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের মাজেদ শিকদারের মেয়ে রত্না বেগমের (১৮) সঙ্গে একই গ্রামের সোরহাব শিকদারের ছেলে সোহেল শিকদারের (২৫) প্রায় দুই বছর আগে প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ে হয়।

গত এক বছর ধরে তারা মিরপুর ১৪ নম্বর কাফরুল থানা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এর মধ্যে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। সংসার জীবনে প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তীতে যৌতুকের টাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। সোমবার গভীর রাতে কাউকে কিছু না বলে কন্যা সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে স্বামী সোহেল শিকদার নিজেই রত্নার লাশ মাইক্রোবাস যোগে ঢাকা থেকে দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে নিয়ে আসে।

এ সময় সোহেল জানায়, রতনা আত্মহত্যা করেছে। তাই তার লাশ বাড়িতে আনা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা মাজেদ শিকদার বলেন, আমার মেয়ে রত্নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওর স্বামী সোহেল আমার মেয়েকে হত্যা করে এখন আত্মহত্যা বলছে। আমরা এর বিচার চাই।