মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে অস্ত্রসহ একজন আটক

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক= সিলেটে অস্ত্রসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।

সোমবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নগরীর বন্দরবাজার আল মিনার হোটেলের দ্বিতীয় তলার ২০৭ নম্বর কক্ষ থেকে আটক করা হয় তাকে।

ইসলাম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাতারিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সোনারবাংলা৭১ডটকম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।