মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাটোরে হেরোইনসহ আটক ১

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৬  

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ২০০ গ্রাম হেরোইনসহ মাহমুবুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে শহরের একডালা মেহেদীতলা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাহমুবুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার তুলসিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একডালা মেহেদীতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে রাজশাহী থেকে নাটোরগামী বিপ্লব পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের যাত্রী মাহমুবুলের শরীর তল্লাশি করে তার কাছে থাকা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।