মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তিন শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় ইকবালের জবানবন্দি

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৬  

ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি ইকবাল হোসেন। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দল মতিনের আদালতে তিনি এ জবানন্দি দেন।

শৈলকুপা থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) এমদাদ হোসেন জানান, মামলার একমাত্র আসামি আদালতে মামলার পক্ষে জবানন্দি দিয়েছেন। সে কারনে রিমান্ডের কোনো প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় শৈলকুপা শহরের কাবিরপুরে ঘরে আগুন দিয়ে দোলোয়ার হোসেনের দুই ছেলে শিশু আমিন ও সাফিন এবং ভাগ্নে মাহিনকে পুড়িয়ে হত্যা করা হয়। শিশু হত্যা করে পালানোর সময় জনতা হাতে নাতে দেলোয়ার হোসেনের বড় ভাই ইকবাল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভাইয়ের সঙ্গে বিরোধের কারনে সে এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।