মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬  

unnamedপ্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মহানগর পুলিশ।

রোববার (০৩ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সোনারবাংলা৭১ ডটকমকে জানিয়েছেন মহানগর পুলিশের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।

তিনি বলেন, একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সোমবার সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। সোমবার দুপুরে উভয় গ্রুপ নগরীতে শোভাযাত্রা বের করবে বলে ঘোষণা দিয়েছে। এদিন দুপুরে নগরীর রেজিস্টারি মাঠ থেকে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী গ্রুপ শোভাযাত্রা বের করবে। একই সময় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ। এরই মধ্যে উভয় গ্রুপ আমন্ত্রণ পত্রও বিলি করেছে।

তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগর পুলিশ সব ধরণের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান ওসি সুহেল আহমদ।