ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬
প্রচ্ছদ > সমগ্র বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-12-19 11:51:12.0 BdST Updated: 2015-12-19 15:12:35.0 BdST
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক মারা গেছেন।
চালক সেন্টু মিয়া (৩৫) হবিগঞ্জের মাধবপুরের হুরন আলীর ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরে এ ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম।
সার্জেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়।
এতে সেন্টু ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া গুরুতর আহত হন পিকআপের হেলপার। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাস বা এর চালককে আটক করতে পারেনি পুলিশ।