মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ফেনসিডিল ও হুইস্কি উদ্ধার

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬  

রোববার দিনভর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল এবং ৫৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে ১২ বিজিবি ব্যাটালিয়ন। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল পৌনে ৬টায় জেলার কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় মঈনপুর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

এছাড়া আখাউড়া সীমান্তের চাঁনপুর এলাকা হতে দুপুর ১২টায় হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ২০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।