প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল রিনা
প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভবানীপুরে আজ রবিবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল রিনা। এ সময় কনে ও বরের অভিভাবককে ৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার মেয়েটির বিবাহ হওয়ার কথা ছিল।
জানা যায়, আশুগঞ্জ উপজেলা ভবানীপুর গ্রামের সফিউল্লাহ মিয়ার ১৪ বছরের মেয়ে রিনা বেগমের সাথে পাশ্ববর্তী সিমনা এলাকার খুরশিদ মিয়ার ছেলে আবদুল্লাহ সাথে আজ রবিবার দুপুরে বিবাহ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে কনের বাড়ীতে দু-পক্ষ বিবাহের আয়োজন করে। বিষয়টি স্থানীয় প্রশাসন অবহিত হলে আজ রবিবার দুপুরে মেয়েটি বাড়ি ভবানীপুরে গিয়ে বরের বাবা খুরশিদ মিয়াকে ও কনে বাবা সফিউল্লাহ মিয়াকে আটক করে বিবাহ বন্ধ করে। পরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়। এ সময় আগত বরযাত্রীসহ অন্যরা পালিয়ে যায়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌরী আক্তার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।