মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬  

মেহেদী হাসান মিলন =টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় একটি পিকআপ ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হন চালক।

রোববার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাঐখোলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির।

নিহত শফিকুল ইসলাম (২০) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আল্লার দরগা এলাকার বাসিন্দা।

আহত রানাকে (২৮) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি হুমায়ুন কবির সোনার বাংলা৭১ ডটকমকে জানান, পিকআপ ভ্যানটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিল। পথে একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে শফিকুলের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।