রূপনগরে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী কালা জনি নিহত
প্রকাশিতঃ ০৩ জানুয়ারি, ২০১৬
http://www.sonarbangla71.com 03/01/2016
নিউজ ডেস্ক : রাজধানীর রূপনগরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সরকার (৩২) নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামি আল আমিন ওরফে কালা জনি হত্যা, ধর্ষণসহ ১৫ মামলার আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর পেট্রোলটিম রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় সন্ত্রাসী দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হলে আসামি জনি নিহত হন। পরে নিহত জনির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির জানান, রূপনগর আবাসিক এলাকায় র্যাবের টহল দল রাস্তায় কয়েকজন যুবককে থামতে বললে তারা র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে এক যুবক গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।