রাজশাহীতে অটোরিকশা খাদে, নিহত ১
প্রকাশিতঃ ০৩ জানুয়ারি, ২০১৬
রাজশাহীতে ভটভটির সঙ্গে সংঘর্ষে পর অটোরিকশা খাদে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
আজ মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজপাড়া থানার ওসি মাহাবুবুর রহমান।
নিহত সিরাজুদৌলা (৫৫) গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট মারইলপাড়া এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, কাঁকনহাটের মসলেম উদ্দিন (৪২), বুলবুল হোসেন (৩৫), তাহের আলী (৩৫) ও অটোরিকশা চালক নগরীর পাঠানপাড়ার আরিফুল ইসলাম (৪৫)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাহাবুবুর সোনারবাংলা ৭১ ডটকমকে বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি কাঁকনহাট যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জনচালিত ভটভটির সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই সিরাজুদ্দৌলার মৃত্যু হয়।
পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও ভটভটি জব্দ করে বলে জানান তি