মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মেয়র বিজয়ে পুরষ্কার বিজয় এক্সপ্রেস!

প্রকাশিতঃ ০৩ জানুয়ারি, ২০১৬  

03.01.2016 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল মেয়র পদে পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে উপহারে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর এই ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে আপ-ডাউন উভয় পথে যাত্রাবারিত করবে।

তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের জানান, পৌর নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের সাক্ষাত কেন তিনি । আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আখাউড়া পৌরসভাবাসী তাকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত এক সমাবেশে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আখাউড়াবাসীকে আশ্বস্ত করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল