মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে চাচা-ভাতিজা আহত

প্রকাশিতঃ ০৩ জানুয়ারি, ২০১৬  

dakati

dakati
নিজস্ব প্রতিবেদক, ঢাকার কেরাণীগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন, যারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- উপজেলার বালুয়ারটেক গ্রামের বাসিন্দা শাহাবুদ্দীন (৪০) ও আলী হোসেন (২০)।

শনিবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় এঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম।

সোনার বাংলা ৭১.কমকে বলেন, শনিবার দুপুরে তারা দুজন পুরান ঢাকার নয়াবাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে তিনটি মটরসাইকেলে করে আসা দুবৃর্ত্তরা তাদের দিকে গুলি ছোড়ে। এতে শাহাবুদ্দীন কাঁধে ও আলী হোসেন পেটে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি মনিরুল বলেন, “শাহাবুদ্দীন প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরেছে। আলী হোসেনের অবস্থা ‘শঙ্কামুক্ত’ না হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক ওই তাদের দুজনের হাসপাতালে আসার কথা নিশ্চিত করেছেন।