মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহেরীর মাহফিল থেকে আক্রমণ, মাথা ফাটলো এসআইয়ের

প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াস উদ্দিন আদ তাহরীর মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমন হয়েছে। এতে বাবুল নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই বাবুল জানান,  বিকেলে নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন তাহেরী। সেখানে গিয়ে আমিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে চলে আসি। এরই মধ্যে আমাদের ওপর হামলা হয়।  

মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।