আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিতঃ ০৯ ডিসেম্বর, ২০২৪
‘বিশেষ প্রতিনিধি,দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যের আলোকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কশিন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি এস. এম. শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, কৃষি অফিসার তানিয়া তাবাস্সুম, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, সাংবাদিক জালাল হোসেন মামুন প্রমুখ। সভায় বক্তারা দেশকে দুর্নীতি মুক্ত রাখতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দূর্নীতির কারণে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকে দূর্নীতি বিরোধী শপথ নিতে হবে- নিজে দূর্নীতি করবো না, অপরকে দূর্নীতি করতে দেব না। তাহলে দূর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। তারুণ্যের শক্তি স্বৈরাচারের পতন ঘটিয়েছে, দুর্নীতিকেও বিদায় করবে।
এসময় ইউএনও গাজালা পারভিন রুহি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস. এম. শাহজাদা খাদেমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বহু লোকজন উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি।