টানা তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু
প্রকাশিতঃ ২৭ নভেম্বর, ২০২৪
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্থলবন্দ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় যাত্রী পারাপার শুরু হয়।
এর আগে সার্ভার ডাউন দেখিয়ে সকাল ১১টায় যাত্রী পারাপার বন্ধ রাখে ভারতের ইমিগ্রেশন।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনর্চাজ খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ‘সকাল ১১টায় আখাউড়া চেকপোস্ট বরাবর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ সার্ভার ডাউন দেখিয়ে যাত্রী পারাপার বন্ধ করে রাখে। পরে দুপুর ২টায় পুনরায় যাত্রী পারাপার চালু করা হয়। এতে আখাউড়া স্থলবন্দরে কমপক্ষে ৫০ জন যাত্রী আটকে পড়ে দুর্ভোগের শিকার হন। অনেক রোগীও দুর্ভোগের মধ্যে পড়েন।’