দেশের মানুষ নির্বাচন চায়,ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন:অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
প্রকাশিতঃ ২৭ নভেম্বর, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংস্কার করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সব সংস্কারের দায়িত্ব আপনাদের না। আপনারা নির্বাচন নিয়ে যেটুকু দরকার, সেটুকু সংস্কার করেন। শেখ হাসিনার মতো বিলম্ব করবেন না।যদি সদিচ্ছা থাকে, তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন।’
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভূইয়া।
শেখ হাসিনার শাসন আমলে মানুষকে শোষণ করা হয়েছে উল্লেখ করে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, ‘তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের মানুষ ছিল জিম্মি। সেই সরকারের দোসররা এখন পতনের পর বিএনপির নানান পর্যায়ের নেতাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করতে চাচ্ছে। বিএনপি জনগণের দল, এই দলে হাইব্রিডদের জায়গা নেই।’
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়া। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রমুখ।