আখাউড়ায় ১৫ বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিতঃ ২৬ নভেম্বর, ২০২৪
বিশেষ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কসবা-আখাউড়া আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ কবির আহমেদ ভূইয়া অভিযোগ করেন বলেন, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার দোসররা আখাউড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ব্যহত করতে সর্বোচ্চ চেষ্টা করেছে।
মামলা-হামলা দিয়ে বহু নেতাকর্মীকে হয়রানি করেছে। আনিসুল হক ও তার দোসরদের বাঁধার কারনে বিএনপির সম্মেলন করতে পারিনি। রক্তপাত এড়ানোর স্বার্থে আমরা তখন সম্মেলন থেকে সরে আসি। ৫ আগষ্টের পর স্বাধীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি আখাউড়ার ইতিহাসে একটি নজিরবিহীন সফল সম্মেলন করতে পারবো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্র ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) আখাউড়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ২০০৯ সালের নভেম্বর মাসের ২৯ তারিখ সর্বশেষ আখাউড়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিএনপি সুত্রে জানা যায়, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর ৪টি পদে সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হলেন বর্তমান আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক প্রার্থী হলেন বর্তমান সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহবায়ক মোঃ সেলিম ভূইয়া ও সদস্য সচিব প্রার্থী মোঃ আক্তার খান। প্রতিটি পদে একজন করে প্রার্থী হওয়ায় তাদের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হয়েছে। শহর ও থেকে বিভিন্ন স্থানে প্রার্থীদের ফেস্টুন লাগানো হয়েছে। সম্মেলনকে ঘিরে ব্যপক উৎসাহ নিয়ে শেষ মুুহুর্তেও ব্যস্ত সময় পার করছেন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। সম্মেলনে প্রায় ১০ হাজার নেতাকর্মী-সমর্থক উপস্থিত থাকবে বলে আশা করছে দলটির নেতারা।
মঙ্গলবার দুপুরে সরজমিনে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, মাঠের পূর্ব পাশে উত্তর-দক্ষিণে বিশাল প্যান্ডেল করা হয়েছে। কয়েকজন শ্রমিক সামিয়ানা টানিয়ে সাজ সজ্জা করছে। প্যান্ডেলের উত্তর পাশে মঞ্চ তৈরির কাজ করছে কয়েকজন শ্রমিক। বিএনপি, পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্যান্ডেল তৈরির কাজ তদারকি করছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডাঃ মোঃ খোরশেদ আলম ভূইয়া, জেলা বিএনপির সদস্য বিল্লাল উদ্দিন সরকার তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খান, সাবেক পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা জালাল উদ্দিন জালু, হাসিব হুমায়ুন, যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মহসীনভূইয়া, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহাম্মেদ ভূইয়া, সদস্য সচিব নয়ন রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান মোল্লা, সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জীবন, বাহাউদ্দিন মাছুম, আরিফ হাসান জিকু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডাঃ মোঃ খোরশেদ আলম ভূইয়া, জেলা বিএনপির সদস্য বিল্লাল উদ্দিন সরকার তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খান, যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহাম্মেদ ভূইয়া, সদস্য সচিব নয়ন রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান
মোল্লা, সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জীবন, তিতাস, বাহাউদ্দিনমাছুম, জিকু, সায়েম প্রমুখ।
সম্মেলনের বিষয়ে জানতে চাইলে পৌর বিএনপির আহবায়ক ও সভাপতি প্রার্থী মোঃ সেলিম ভূইয়া বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে সম্মেলনে অংশগ্রহণ করবে। দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত।
জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভূইয়া বলেন, দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কসবা-আখাউড়ার গণ মানুষের নেতা জেলা বিএনপির সদস্য আলহাজ¦ কবির আহমেদ ভূইয়ার বলিষ্ঠ নেতৃত্বে উৎসব মুখর পরিবেশে বিএনপির সম্মেলন করতে যাচ্ছি। আশা করছি, ৮/১০ হাজার লোকের উপস্থিতিতে একটি সেরা সম্মেলন করতে পারবো।