মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ৮৩ জন পুলিশ কনস্টেবলকে নিয়োগ দেয়া হয়েছে

প্রকাশিতঃ ২৩ নভেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়ায় টাকা পয়সার জন্য বা শত্রুতাবশত হয়রানিমূলক মামলার আসামি করার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, রাজনৈতিক হয়রানিমূলক যে মামলা হচ্ছে আমি বলেছি যে, ফৌজদারি অপরাধে জেনুইন ঘটনায় আইনের আশ্রয় নিতে পারবেন। যদি কেউ মনে করেন যে আপনার প্রতি হয়রানিমূলক মামলা হচ্ছে, চাপ সৃষ্টি করে টাকা পয়সা নেওয়ার জন্য অথবা শত্রুতামূলকভাবে এই মামলার আসামি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে বিনীতভাবে অনুরোধ করবো সুনির্দিষ্ট তথ্য দেবেন। আমরা ইতোমধ্যে ৫/৬ জনের আবেদন পেয়েছি। তাদের সাহায্য করার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার নিয়েছি। আপনাদের আহ্বান করবো কোনদিকে যাওয়ার দরকার নেই, আমি এখানে আসছি সেবা দেওয়ার জন্য। যদি ন্যায়বিচার না দিতে পারি তাহলে চেয়ার ছেড়ে চলে যাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে স্বচ্ছতার সঙ্গে ৮৩ জনকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে মেধায় পুরুষ ৬৮ ও নারী ১১ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।