আখাউড়া সীমান্ত দিয়ে ভারত ফেরত ২ নারী আটক
প্রকাশিতঃ ২৩ নভেম্বর, ২০২৪
বিশেষ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার গণমাধ্যমে ২৫-বিজিবির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিজিবি।
আটকরা হলেন খুলনা সদরের দেলোয়ার হোসেনের কন্যা স্বপ্না বেগম (৩০) ও ফিরোজপুর জেলার নাজিরপুর বুড়িয়াখালী গ্রামের হাবিবুর রহমানের কন্যা সোনিয়া আক্তার (২২)।
এ বিষয়ে ২৫-বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ফকির মোড়া বিওপির টহল দল এই দুই নারীকে সীমান্ত থেকে আটক করে। তারা অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে আখাউড়া আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ফেরার পথে তারা বিজিবির হাতে আটক হয়।