বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আলু কেজিতে ২ টাকা বেশি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ১২ নভেম্বর, ২০২৪  

বিশেষ ,প্রতিবেদকঃ প্রদর্শিত তালিকায় প্রতিকেজি আলুর পাইকারি বিক্রয়মূল্য লেখা ছিল ৫৮ টাকা। তবে দোকানি বিক্রি করছিলেন ৬০ টাকা দরে। এমন অভিযোগে নগরীর রিয়াজুদ্দিন বাজারের মেসার্স আসিফ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা রিয়াজুদ্দিন বাজারে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, (সোমবার) বিকালে নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় পাইকারি মূল্যে আলু বিক্রয়কারী বিভিন্ন আড়তে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি জানান, এর মধ্যে মূল্যতালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু বিক্রি করা এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আসিফ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

এ ছাড়াও মূল্যতালিকা ও ক্রয় ভাউচার না থাকায় মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মূল্যতালিকা হালনাগাদ না করা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।