মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা জব্দ করে মাদরাসায় বিতরণ

প্রকাশিতঃ ০৫ নভেম্বর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পৌর এলাকার বড়বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা বিভিন্ন মাদরাসায় বিলিয়ে দেওয়া হয়।

একই অভিযানে তিতাস নদে অভিযান চালিয়ে চারটি ভরা জাল ও ২০টি রিং জাল জব্দ ও নদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা বাঁধ অপসারণ করা হয়।জব্দ করা জালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভোরে থেকে সকাল ১১টা নাগাদ এ অভিযান চলে। অভিযান চলাকালে তিতাস নদে বিপুল সংখ্যক জীবন্ত কাঁকড়া ও শামুক অবমুক্ত করা হয়।