নবীনগরে পুলিশের ওপর হামলা ও থানা ভাঙচুরের মামলায় নাছির উদ্দিন গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৮ অক্টোবর, ২০২৪
জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সাবেক সদস্য মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাতে নবীনগর পৌর সদর ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শামিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদে আন্দোলনকারীদের ভেতরে ঢুকে কতিপয় দুষ্কৃতকারী থানাসহ সরকারি দপ্তরে ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ চালায়। এই ঘটনায় গত ১০ অক্টোবর পুলিশ বাদী হয়ে এক থেকে দেড় হাজার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সহিংসতার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার করা হবে।