পঞ্চগড়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০১৬
নিজস্বপ্রতিবেদকঃ পঞ্চগড়ে শারীরিক প্রতিবন্ধী এক শিশু (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মামলা দায়েরে পরিপ্রেক্ষিতে পঞ্চগড় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ধর্ষক কাইমুল ইসলাম কায়মলকে (৫০) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
রোববার দুপুরে (১৭ এপ্রিল) জেলার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড এলাকায় ওই প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হয়।
এ বিষয়ে পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে প্রতিবন্ধী শিশুটিকে ঘরের বারান্দায় রেখে তার মা-বাবা কাজে চলে যান। এই সুযোগে ওই এলাকার মৃত বানাম উদ্দিনের ছেলে কাইমুম ইসলাম কায়মল বাড়িতে ঢুকে জোর করে প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে ধর্ষক কায়মল দৌড়ে পালিয়ে যায়। বিকেলে ওই শিশুকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় থানায় নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে কাইমুল ইসলাম কায়মলকে আসামি করে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই (রাত ১১টায়) পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক কায়মলকে গ্রেফতার করে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারবাংলা৭১.কমকে জানান, ধর্ষিতার কাকা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।