বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিতঃ ০৩ সেপ্টেম্বর, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের শহীদ ইমরান চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম বশিরউদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নূরে আলম সিদ্দীকি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড এ কে এম কামরুজ্জামান মামুন।
এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো.শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আলী আজম চৌধুরী ও জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা সদরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কে শোভাযাত্রায় বের হন উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।