মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভয়াবহ বন্যা, ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না সংগীতশিল্পী পুতুল

প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,ভয়াবহ বন্যায় দেশের পূর্বাঞ্চলের মানুষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আট জেলা বন্যাকবলিত। এরই মধ্যে জানা গেল, ফেনীতে অবস্থান করা ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না ক্লোজআপ ওয়ান তরকা পুতুল।

শুক্রবার দুপুরে পুতুল বললেন, ‘খুব খারাপ অবস্থা। আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, গতকাল থেকে ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। ভাইয়ের পরিবারের কথা জানি না। ছোট ছোট বাচ্চা ওদের। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।’

তিনি বলেন, তিনতলা বাড়ির দোতলায় পুতুলের ভাইয়ের পরিবার আর ভাড়াটে থাকেন। বোন থাকেন শহরের বাইরে। আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আল্লাহ আমাদের রক্ষা করো।’

এদিকে বন্যার পানি ফেনী শহরের রাস্তাঘাট যখন ডুবিয়ে দেয়, তখন ফেসবুক পোস্টে পুতুল লিখেছিলেন, ‘আহা! আমার ফেনী পানির তলায়। সবাই সবার সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়াই; বন্যায় আক্রান্ত মানুষগুলোকে বাঁচাই…।’

ফেনী শহরের বেড়ে ওঠা পুতুলের। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তাঁর। দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকাতে থাকছেন।