মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে: পুলিশ সুপার ফয়েজ আহমেদ

প্রকাশিতঃ ২১ মে, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোনার পূর্বধলা থানা প্রাঙ্গনে সোমবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা বলেন, ২য় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

বিশেষ কোন পরিস্থিতিকে দ্রæত নিয়ন্ত্রনে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) মো. আক্কাছ আলী, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামানসহ উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।