উচ্চ আদালতের আদেশ অমান্য করে কৃষিজমিতে ৫ মাসে ৩০ পুকুর
প্রকাশিতঃ ১৭ মে, ২০২৪
বিশেষ ,প্রতিবেদকঃ নাটোরের লালপুর উপজেলাজুড়ে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা। মামলা, জেল, জরিমান ও খননযন্ত্র জব্দ করেও থামানো যাচ্ছে না তাদের। অপরিকল্পিতভাবে এ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় জলাবদ্ধ সৃষ্টির পাশাপাশি কমছে ফসলের উৎপাদন ও জমির উর্বরতা শক্তি।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে ৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে এক্সক্যাভেটর মেশিনের ব্যাটারি। গত রোববার রাতেও পুকুর খনন করার দায়ে দু’জনকে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের অভিযানের পরও বন্ধ হচ্ছে না পুকুর খনন। বিষয়টি প্রশাসনকে জানানোর পর অভিযানে যাওয়ার আগেই খবর পেয়ে যায় খননকারীরা। তখন তারা সটকে পড়ে। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পরেই ফের শুরু হয় পুকুর খনন। এগুলো সবই লোক দেখানো অভিযান বলে মন্তব্য করেন কদিমচিলান ইউপি সদস্য কামরুল ইসলাম।