সংবাদ প্রকাশরে পর ফসলি জমির মাটি বিক্রির দায়ে,উপজেলা আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা ও ভেকু জব্দ
প্রকাশিতঃ ০৪ মে, ২০২৪
বিশেষ প্রতিবেদক, লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুলাল পাটোয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করবে না শর্তে তিনি মুচলেকাও দিয়েছেন।
শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম। এ সময় ওসি মোহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুলাল পাটোয়ারী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মৃত ইব্রাহিম পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও তার ভাই বিল্লাল হোসেনসহ স্বজনদের একাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে আনা হয়। এতে বিস্তীর্ণ ফসলি জমি এখন পুকুরে পরিণত হয়েছে। ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের একটি বিল (ফসলি জমি) থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়েছে। ফসলে বিস্তীর্ণ মাঠটিতে এখন ছোটবড় প্রায় ২০০টি পুকুর দেখা যাচ্ছে। এ মাটি কাটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুলালকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ভেকু মেশিন জব্দ করা হয়।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মাটি কাটবে না শর্তে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম সোনার বাংলা৭১ কে বলেন,ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি অবৈধ। মাটিকাটার ঘটনায় একজনকে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।