মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে মাটি খননের অভিযোগে, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ২৫ এপ্রিল, ২০২৪  

জেলা প্রতিনিধি, বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি খননের অপরাধে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানান, কয়েক দিন ধরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাসুদ রানা নামের এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই পুকুরের মালিক মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও চালক পলাতক থাকায় ভেকুর ২টি ব্যাটারি ও ৫টি যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।