হেলমেট ও লাইসেন্স বিহীন ৬ আরোহীকে জরিমানা
প্রকাশিতঃ ১২ এপ্রিল, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,শরীয়তপুরের গোসাইরহাটে ৬ মোটর সাইকেল আরোহীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বেলা ১১ দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।
জানা গেছে, দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে নিরাপত্তা আনয়নের লক্ষে অভিযান চালিয়ে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে ৬ মোটর সাইকেল আরোহীকে ১২ হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে সড়ক পরিবহন আইন ২০১৮ আইনের ধারা মতে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে ৬ জনকে জরিমানা প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।