মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৪টি অবৈধ ক্লিনিক ও ডায়ানগষ্টিক সেন্টারে অভিযান করে ২ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪  

জেলা প্রতিনিধি, দিনাজপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবার অনিয়ম থাকায় য়ৌথ ভাবে অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন ।

আজ বুধবার সকাল ১১ টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা অর্থ জরিমানা করেছে। মেঘনা ক্লিনিক ও নার্সিং হোম ৫০ হাজার টাকা, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা, নিউ পেসেন্ট কেয়ার ডায়গনস্টিক এন্ড ক্লিনিক ৫০ হাজার টাকা ও মাতৃসেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় ।

ক্লিনিক গুলোতে রোগীর ভর্তি করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি মেঘনা ক্লিনিক ও নাসিংহোম। স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার পরিবেশ নেই ও ২৪ ঘন্টায় কর্তব্যরত একজন ডাক্তার থাকার কথা থাকলেও কোনো ক্লিনিকে পাওয়া যায়নি। প্যাথলজি সেন্টারগুলোর জন্য একজন স্পেশালিস্ট থাকার কথা থাকলেও ডায়াগনস্টিক সেটারে পাওয়া যায়নি। বিভিন্ন অনিয়মের কারণেই এই অর্থদন্ড এবং সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া দিনাজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মুহতাত আবিদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের দিকনির্দেশনা মোতাবেক দিনাজপুর সিভিল সার্জন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে অভিযান পরিচালণা করে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কে লাইসেন্স না থাকা ,কর্তব্যরত চিকিৎসক ও পর্যাপ্ত নার্স, টেকনোলজিস্ট না থাকায় এবং অপরিচ্ছন্নতার জন্য ২ লক্ষ টাকা জরিমানা নগদ আদায় ও ১৫ দিনের মধ্যে অনিয়মের সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সিভিল সার্জনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে । জেলায় ৩০/৩৫টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে । ইতিমধ্যেই চিহ্নিত করে সিভিল সার্জন অফিস থেকে সতর্কীকরণ চিঠি প্রদান করা হলেও নিজেদের সংশোধন করা হয়নি। তাই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে যতদিন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে ।

পাশাপাশি জেলা প্রশাসনও বৈধ ক্লিনিক ও ডায়ানগষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা হচ্ছে । এরপর নিবাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এই ধরনের অবৈধ ক্লিনিক ও ডায়ানগষ্টিক সেন্টার গুলোকে সিলগালা সহ জেল জরিমানাও করা হবে ।