মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইটভাটায় অভিযানে জরিমানা

প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪  

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইটের সাইজ ও লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে একটি ইটভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, অপর প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স থাকায় ও ইটের সাইজ সঠিক পাওয়ায় ধন্যবাদ প্রদান করা হয়।

দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহীর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন। তিনি বলেন, উপজেলার বাগজানা ইউপির ভীমপুর এলাকায় বিএসটিআই আইনে মেসার্স লিটন ব্রিকস নামে প্রতিষ্ঠানকে ১০ হাজজর টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের পরামর্শ ও সঠিক সাইজে ইট প্রস্তুত করার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও  বলেন, একই এলাকায় মেসার্স আশা ব্রিকস নামে অপর প্রতিষ্ঠানে বৈধ সিএম লাইসেন্স থাকায় ও ইটের সাইজ সঠিক পাওয়ায় ধন্যবাদ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় বিএসটিআই রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।