অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর গায়ে আগুন, অবশেষে অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশিতঃ ০৫ ডিসেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে রাসেল পাহাড় (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ কার্যালয়ে পুলিশ সুপার মো. মাহবুবুল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
এর আগে সোমবার বিকেলে জেলার ভেদরগঞ্জ বাজার থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, সদর উপজেলার কাগদী গ্রামের ইদ্রিস পাহাড়ের ছেলে রাসেল পাহাড় দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই নারীর দুটি সন্তান রয়েছে। তিনি রাসেলের প্রস্তাবে রাজি হচ্ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৫ নভেম্বর রাত ৯টার দিকে রাসেল দুজনকে সঙ্গে নিয়ে ওই নারীকে তার বাবার বাড়ি থেকে পাশের বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে ওই নারীর গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান তারা। পরে মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় ২৭ নভেম্বর পালং থানায় একটি মামলা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জেলার ভেদরগঞ্জ বাজার থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।