মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন

প্রকাশিতঃ ১৬ নভেম্বর, ২০২৩  

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এসব বালু বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জানা যায়, রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে প্রতিদিন চলছে বালু উত্তোলন।

একটি প্রভাবশালী মহলের অধীনে লাখ লাখ টাকার এই বালু উত্তোলন করা হচ্ছে। এই চক্রটি মাসব্যাপী প্রতিদিন ৩টি ভেকু ও ১০০টিরও বেশি ড্রাম ট্রাক দিয়ে দিবারাত্রি শত শত ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করছে জেলার বিভিন্ন স্থানে। এতে এলাকার জনজীবন পড়েছে হুমকির মুখে। এদিকে চলছে হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত দৌলতদিয়া টু পাটুরিয়া ফেরিঘাটসহ নদী শাসন প্রকল্পের কাজ। অন্যদিকে এসব চোরাই বালুবাহী ট্রাকের উচ্চ শব্দে একদিকে হচ্ছে শব্দদূষণ, অন্যদিকে অদক্ষ চালকের বেপরোয়াগতিতে ট্রাক চালানোর কারণে প্রাণের সংশয় বেড়েছে ওই এলাকার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের। এতে কোনো প্রকার মাথাব্যথা নেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার।

ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও তিনি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি।
এলাকাবাসী বলছেন, বালু উত্তোলনকারী চক্রের সঙ্গে গোয়ালন্দ উপজেলার একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। যার কারণে এই চক্রটি এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারেউপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অস্বীকার করে বলেন, নদীর তীর থেকে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।