মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জালিয়াতি: ইউপি সদস্য কারাগারে

প্রকাশিতঃ ১৫ নভেম্বর, ২০২৩  

বিশেষ প্রতিবেদন: ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণার মামলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁকে মুন্সীগঞ্জ আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত আসামি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শঙ্কর চন্দ্র ঘোষ। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

লৌহজং থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, শঙ্করের বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতির মামলা ছিল। তিনি উত্তর হলদিয়া গ্রামের সাধন সরকারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাধনের স্বাক্ষর জাল করে ১২ লাখ টাকা তুলে নেন। এমনকি সাধনের নামে হলদিয়া বাজারের একটি জায়গা (সম্পত্তি) জালিয়াতি করে নোটারি পাবলিকের মাধ্যমে লিখে নেন। এ নিয়ে গত বছর তাঁর বিরুদ্ধে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় শঙ্কর জামিনে ছিলেন। পরে শঙ্কর আদালতে তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সেই মঞ্জুরকে তিনি ভিন্ন খাতে প্রবাহিত করেন। ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট আদালতের পেশকারের স্বাক্ষর জাল করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পোস্টটি মামলার বাদী সাধন আদালতের নজরে আনলে শঙ্করের বিরুদ্ধে গত জুলাই মাসে আরও একটি প্রতারণার মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপপরিদর্শক বিল্লাল আরও জানান, (আজ) বুধবার তাঁর রিমান্ড চেয়ে আবেদন করা হবে। মুন্সীগঞ্জ আদালতের পরিদর্শক জামাল হোসেন বলেন, প্রতারণার মামলায় পুলিশ শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।