অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন,হুমকির মুখে কৃষি
প্রকাশিতঃ ১০ নভেম্বর, ২০২৩
জেলা প্রতিনিধি: ভেদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ বরিং ড্রেজার (স্থানীয় নাম আত্মঘাতী ড্রেজার) দিয়ে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আত্মঘাতী এই ড্রেজার দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে ফসলি জমি দেবে যাওয়াসহ আশপাশের পরিবেশেরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ-প্রতিবেশ।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলায় দীর্ঘ দিন ধরে ডি.এমখালি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আলী হোসেন সরদারের কান্দি হুমায়ুন সরদারের বাড়ির সামনে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বিল ও পুকুরের গভীর থেকে অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বিলের তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা।প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে সেখানে খনন যন্ত্র বসানো হয়েছে। খননযন্ত্র দিয়ে পুকুরের তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে বারবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ড্রেজারটি ধংশ্ব করলেও থেমে নেই ড্রেজার সম্রাট জামাল মৃধা।
এবিষয়ে ড্রেজার মালিক জামাল মৃর্ধার সাথে যোগাযোগ করা হলে ড্রেজার মালিক জামাল মৃর্ধা জানান, সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। কৃষি জমি ও পুকুর থেকে বালু উত্তলন করা অবৈধ সেটা আমিও জানি। আমি এখন বিজি আছি আপনার সাথে পরে কথা বলবো।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল-মামুন জানান,বরিং ড্রেজার দিয়ে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ, এর আগেও একাদিক ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে,
এ ব্যাপারে অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।